নন্দীগ্রামে গরু চুরির ৪৮ ঘন্টার মধ্যে চোরাই গরু উদ্ধার, গ্রেফতার-১

বগুড়ার নন্দীগ্রামে গরু চুরি হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে চোরসহ চোরাই গরু উদ্ধার করলো নন্দীগ্রাম থানা পুলিশ। গরু চুরি হওয়া ওই কৃষকের একমাত্র সহায় সম্বল ছিল ৫টি গর। গরু গুলো চুরি হয়ে যাওয়ায় নিরাশ হয়ে পড়েছিলেন নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের দেওতা গ্রামের কৃষক লাল মিয়া ও তার শ্যালক আব্দুস সামাদ। গরু গুলো চুরি হয়ে যাওয়ার পর কৃষক লাল মিয়া ও তার শ্যালক সামাদ চুরি যাওয়া গরু উদ্ধারের একবুক আশা নিয়ে নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি হাতে পেয়েই মাঠে নামে নন্দীগ্রাম থানা পুলিশের চৌকাস একটি টিম। চোরাই গরু উদ্ধারে চৌকাস টিমের নেতৃত্ব দেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম। টানা ৪৮ ঘন্টার দুর্দান্ত অভিযান চালায় চৌকাস টিম। অবশেষে ২৯ জুলাই মঙ্গলবার দুপুরে জয়পুরহাট জেলার পাঁচবিবি’র গরুর হাটে অভিযান চালিয়ে গরু বিক্রয়কালে সাবু (৫০) নামের এক গরু চোরকে গরুসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় নন্দীগ্রাম থানা পুলিশ। সাবু জয়পুরহাট জেলার সদর উপজেলার কুশলিয়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, গরু চুরির বিষয়ে অভিযোগ পেয়ে থানার একটি চৌকস টিম অভিযান চালিয়ে জয়পুরহাট জেলার পাঁচবিবির গরুর হাট থেকে চোরাই গরু উদ্ধারসহ ১জনকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। বাঁকি গরু গুলো উদ্ধারের জন্য ও অন্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।