সৈয়দপুরে এক কিশোরের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার

নীলফামারীর সৈয়দপুরে বাড়ি অদূরে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় ইয়াসিন (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের সেলফির মোড় নামক এলাকায় ডালিয়া ক্যানেল পাড়ের একটি আকাশমনি গাঠ থেকে ওই মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর পাঠানপাড়ার চার্জার ভ্যানচালক মো. মিনারুল হক প্রামানিক ও আরজু আরা দম্পতির ছেলে ইয়াসিন ইকবাল (১৯)। সে লক্ষণপুর স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এবারের (২০২৫ সাল) এসএসসি পরীক্ষা পাস করেছে। ঘটনার দিন গত বুধবার সন্ধ্যায় সাতটার দিকে সে সৈয়দপুর শিল্প ও বাণিজ্য মেলায় যাওয়ার কথা বলে তদের পাঠানপাড়ার বাড়ি থেকে বের হয়ে আসে। এরপর সে ওই দিন রাতে আর বাড়িতে ফিরে আসেনি। রাতে তাঁর বাবা-মা ছেলে ইয়াসিন আলীকে বাড়িতে দেখতে না পেয়ে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। পরদিন গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সেলফির মোড় থেকে পশ্চিম পাশে দেড় শত গজ দূরে ডালিয়ে ক্যানেলের দক্ষিন পাড়ের একটি আকাশমণি গাছে গলায় লাইলনের রশি দিয়ে ফাঁস লাগানো ইয়াসিন আলীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এলাকার লোকজন। পরে ঘটনাটি সৈয়দপুর থানায় অবগত করা হয়। খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল হামিদ ঘটনাস্থলে পৌঁছে গাছ থেকে মরদেহটি নামিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং থানায় নিয়ে আসেন। পরে ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কি কারণে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কিশোর ইয়াসিন আলী আত্মহত্যা করেছে তার সঠিক কারণ জানা যায়নি।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক (ইউডি) মামলা হয়েছে।