শাজাহানপুরে পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ

বগুড়ার শাজাহানপুরে নয়মাইল বন্দরে পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, মৃত শাজাহান আলী সরকারের ওয়ারিশগণ প্রায় দশ বছর ধরে সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে আসছেন। স্থানীয় পেশিশক্তির ব্যবহার, বৃক্ষ নিধন এবং প্রাণনাশের হুমকির মতো গুরুতর অপরাধের অভিযোগ উঠেছে মৃত শাজাহান আলীর নাতি মো. রাজিবুল ইসলাম রিয়াদ ও তার সহযোগীদের বিরুদ্ধে।
জানা যায়, মৃত শাজাহান আলী সরকারের ওয়ারিশসূত্রে নয়মাইল বন্দরে প্রায় ১৩ বিঘা জমি এবং একটি ২৫ শতাংশ আকারের মার্কেট ছিল। তার মৃত্যুর পর সন্তানদের মধ্যে বৈধ ওয়ারিশ হিসেবে পুত্র মোজাহিদুল ইসলাম জুয়েল (মৃত) এবং তিন কন্যা—মোছাঃ সুইটি সুলতানা, মোছাঃ শাহানাজ পারভীন সীমু ও মোছাঃ জান্নাতুল ফেরদৌস শিল্পী—উক্ত সম্পত্তির ভাগ পাওয়ার কথা ছিল।
কিন্তু অভিযোগ রয়েছে, মৃত পুত্র জুয়েলের সন্তান মো. রাজিবুল ইসলাম রিয়াদ সম্পূর্ণ জমি ও মার্কেট দখল করে নেন এবং বাকি ওয়ারিশদের সম্পূর্ণভাবে বঞ্চিত করেন। তার বিরুদ্ধে বিভিন্ন বাহিনী ব্যবহার করে জমি দখল, বৃক্ষ নিধন, এবং বিরোধী পক্ষের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবারের সদস্য সুইটি বেগম বলেন, “আমাদের পিতার কোনো লিখিত উইল বা দানপত্র ছিল না। সুতরাং আইনানুযায়ী সকল ওয়ারিশদের সমান ভাগে সম্পত্তি পাওয়ার অধিকার থাকার পরও, পেশিশক্তি ও প্রভাব খাটিয়ে আমাদের সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে।”
তারা আরও জানান, দীর্ঘদিন ধরে বিচারপ্রার্থী হয়ে বিভিন্ন দপ্তরে ধর্না দিয়েও কোনো সুবিচার পাচ্ছেন না। বর্তমানে তিন বোন ও তাদের পরিবার মানবেতর জীবন যাপন করছেন।
তবে ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে রাজিবুল ইসলাম রিয়াদ সঙ্গে যোগাযোগ চেষ্টা করেও পাওয়া যায় নি।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, "ঘটনার বিষয়ে আমাদের কাছে লিখিত অভিযোগ এসেছে। আমরা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।"