সৈয়দপুরে শিক্ষার্থী ইয়াসিন হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ

নীলফামারীর সৈয়দপুরে সদ্য এসএসসি পরীক্ষায় পাস করা শিক্ষার্থী ইয়াছিন ইকবাল (১৯) হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে নিহত পরিবারের সদস্যরা ও এলাকাবাসী। গত শুক্রবার (০১ আগস্ট) বিকেলে পূর্বঘোষিত ওই কর্মসূচি পালন করা হয়।
উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর পাঠান পাড়া থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে সেটি সৈয়দপুর- পার্বতীপুর আঞ্চলিক মহাসড়ক হয়ে শহরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মোড়ের সামনে আসে। সেখানে প্রায় এক ঘন্টা সৈয়দপুর-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় মহাসড়কের উভয় পাশে সকল রকম যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সময় সদ্য এসএসসি পাস করা শিক্ষার্থী ইয়াসিনকে হত্যা করা হয়েছে দাবি করে বক্তব্য রাখেন নিহতের মা আরজু আরা, বোন মিনা, এলাকাবাসি মো. আজহার ও মো. রহমত খান প্রমুখ ।
বক্তারা বলেন , শিক্ষার্থী ইয়াসিন ইকবাল গত বুধবার (৩০ জুলাই) রাতে রাত ১১ টা পর্যন্ত সহপাঠীদের সঙ্গে সৈয়দপুর ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় ছিলেন। পরে েেক বা কাহারা উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের শাইল্ল্যার মোড় নামক স্থানে ডেকে নিয়ে যায়। ওই রাতে সে আর বাড়িতে ফিরে নি। পরবর্তীতে সে ফিরে না আসায় তার পরিবারের লোকজন ও এলাকাবাসী সম্ভাব্য সকল স্থানে খোঁজখবর করলেও তাঁর ( ইয়াসিন) সন্ধ্যান মেলেনি। পরদিন গত বৃহস্পতিবার সকালে বাঙ্গালীপুর ইউনিয়নের সেলফির মোড়ের তিস্তা ক্যানেলের পাড়ে আকাশমনি গাছে সঙ্গে গলায় লাইলনের রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ইয়াসিনকে ঝুলন্ত লাশ দেখতে পান এলাকাবাসী। বক্তাদের দাবি ইয়াসিনের সঙ্গে একই এলাকার এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। আর ওই মেয়ের পরিবারই রাতে ইয়াসিনকে মেলা থেকে ডেকে এনে হত্যা করে আকাশমনি গাছে তাঁর লাশ ঝুলিয়ে রাখে।
নিহতের মা ও বোন এবং সহপাঠীদের অভিযোগ ওই মেয়ের পরিবার হুমকিধমকি দিয়ে বলছে বিষয়টি নিয়ে যেন বাড়াবাড়ি করা না হয়। তারা বলেন, আমরা ইয়াসিন হত্যার বিচার চাই।
এদিকে, সড়ক অবরোধে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে। সেখানে তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে বিচারের আশ্বাস দিলে অবরোধকারীরা সড়ক থেকে সরে দাঁড়ান। এতে করে পরিস্থিতি স্বাভাবিক এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।