নন্দীগ্রামে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে ফজরের আজান দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্টে বুলু মিয়া (৫০) নামের এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। নিহত বুলু মিয়া পৌরসভার বৈলগ্রাম উত্তরপাড়ার মৃত তাছিম উদ্দিনের ছেলে। প্রাপ্ত তথ্য ও স্থানীয় সুত্রে জানা গেছে, বুলু মিয়া দীর্ঘ ১৬ বছর ধরে বৈলগ্রাম উত্তরপাড়ার একটি ওয়াক্তিয়া মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিদিনের মত গত রবিবার ভোরেও বুলু ফজরের নামাজের আজান দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে মসজিদের দিকে যাচ্ছিলেন। প্রতিমধ্য রাস্তার উপর বৈদ্যুতিক তার ছিঁড়ে পানিতে পড়ে থাকা পানিতে পা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মুয়াজ্জিন বুলুর। স্থানীয়রা বুলুকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধর করে। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম কায়সার রেজার সাথে কথা বললে তিনি জানান, ওইস্থানে হয়তো নিম্নমানের তার ছিল, ভারী বৃষ্টি হওয়ার কারণেই মূলত তারটি ছিঁড়ে যাওয়ার ফলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।