নির্বাচন পেছানোর ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিশিষ্ট সঙ্গীত শিল্পী বেবী নাজনীন বলেছেন, দেশে নির্বাচন পেছানোর জন্য এখনও ষড়যন্ত্র চলছে। সে সব মোকাবেলায় সকল দ্বন্দ্ব ভুলে গিয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মনে রাখবেন আমরা সবাই এক পরিবারের সদস্য, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যে কোন কর্মসূচি পালনে রাজপথে থাকতে হবে।
ছাত্র- জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে গতকাল বুধবার (৬ আগস্ট) বিকেলে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি আয়োজিত বিজয় র্যালি পূর্ব এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের রংপুর রোডস্থ সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বেবি নাজনীন আরও বলেন, আন্দোলন সংগ্রাম এখনও শেষ হয়নি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পাশাপাশি অন্যান্য ষড়যন্ত্রকারীরা দেশকে অস্থিতিশীল করতে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি যাতে আগামিতে রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে সে জন্য বিএনপি এবং জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তৎপরতা চালাচ্ছে নির্বাচন পেছানোর। তাই তাদের এসব ষড়যন্ত্র মোকাবেলায় জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকার আহবান জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকার। সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার শাহীনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দপুর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বিলকিস ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী, সহ-সভাপতি যথাক্রমে এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, শফিকুল ইসলাম জনি, জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক সাঈদ সুজন, সৈয়দপুর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারন সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ বাবলু, বিএনপির অন্যতম নেতা সহকারী অধ্যাপক শওকত হায়াত শাহ, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন, সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, জেলা কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া, সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান দিনার, জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফুল হক, সদস্য সচিব জুয়েল বাবু, জেলা মহিলা দলের সভাপতি রওনক জাহান রেনু, সাধারণ সম্পাদক রূপা হোসেন, জাসাসের জেলা আহবায়ক হামিদুল ইসলাম, জিয়া মঞ্চের আহবায়ক মোহাম্মদ আলী প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিশাল বিজয় র্যালি বের করা হয়। বাদ্যযন্ত্রের তালে তালে জাতীয় ও দলীয় পতাকা, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ও ব্যানার নিয়ে র্যালিটি শহীদ ডা. জিকরুল হক সড়ক হয়ে সিনেমা রোড প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।