পোরশায় ৩টি গরু জবাই দিয়ে গণঅভ্যুত্থান দিবস পালন

নওগাঁর পোরশায় ৩টি গরু জবাই দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরীর আয়োজনে ৫ই আগষ্ট দিবাগত রাতে পোরশা সদরে ৩টি গরু জবাই করা হয়। পরদিন বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার কপালীর মোড় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্তরের শহীদ মিনারে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক লায়ন মাসুদ রানা, সাবেক সহসাংগঠনিক সম্পাদক আজাহার আলী, নিয়ামতপুর উপজেলা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম, যুবদল নেতা আবুল কালাম প্রমুখ। দুপুরে পোরশা সদরে জবাই করা ৩টি গরু দিয়ে তৈরি বিরিয়ানী খাওয়ানো হয় বিএনপির প্রায় ৬হাজার নেতাকর্মী ও সমর্থকদের।
সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ
১৮ মে, ২০১৯
২৩ মে, ২০১৯
২৫ মে, ২০১৯