ঘোড়াঘাটে পৌরতে মশার উপদ্রব বৃদ্ধি প্রশাসকের দৃষ্টি আকর্ষন

ঘোড়াঘাটে পৌরতে ঝড় জঙ্গল বৃদ্ধি পাওয়ায় মশার উপদ্রব প্রশাসকের দৃষ্টি আকর্ষণ
দিনাজপুরের ঘোড়াঘাটে পৌরতে মশার উপদ্রব বৃদ্ধি প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছেন পৌরবাসী। জানা যায়, এ বছর ঘন ঘন বৃষ্টি হওয়ায় ঘোড়াঘাট পৌরতে ঝড় জঙ্গল গজে উঠেছে। ওই ঝড় জঙ্গল গজে উঠায় মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে। ঘোড়াঘাট পৌরতে কাজ কর্ম করতে আসা লোকজনকে মশার কাঁমড়ে অতিষ্ঠ করে ফেলছে। এ ব্যাপারে ঘোড়াঘাট সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আব্দুল আল মামুন কাওছার মহোদয়ের সঙ্গে কথা বললে সে জানান, আমরা ঘোড়াঘাট পৌরতে মশা নিধন মূলক ¯েপ্র মেশিন ক্রয় করেছি। মশা নিধন মূলক কাজকর্ম অচিরেই শুরু করা হবে।
সংশ্লিষ্ট সংবাদ: দিনাজপুর
১৩ মে, ২০১৯
১৪ মে, ২০১৯
১৬ মে, ২০১৯
১৬ মে, ২০১৯
১৯ মে, ২০১৯
২৫ মে, ২০১৯