বগুড়ায় মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের বিজয় র্যালি
-06-.jpg)
জুলাই গণঅভ্যূত্থানের প্রথম বার্ষিকীতে বগুড়ায় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল জেলা শাখার উদ্যোগে শহরে একটি বিশাল বিজয় র্যালি বের করা হয়। বুধবার (৬ আগস্ট) বেলা ১২টার দিকে র্যালিটি বের হয়ে শহরের স্টেশন সড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন বিএনপির সর্বশেষ নির্বাচনে সাংগঠনিক সম্পাদক প্রতিদ্বন্দ্বীতাকারী ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দল জেলা শাখার সভাপতি আব্দুল আজিজ হিরা। মিছিলে অংশ নেন জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সহ সভাপতি আবুল কাশেম, সানাউল হোসেন, জিয়াবুল ইসলাম জিয়া, আরিফ সরকার টিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, খায়রুল হাসান কোমল, সহ-সাংগঠনিক সম্পাদক জামিরুল ইসলাম, গৌরাঙ্গ মোহন বসাক, মির্জা জামান আলী, সাজ্জাদুর রহমান রতন, মিঠু মিয়া, জোবাইদুর রহমান, টুলু মিয়া, শহিদুল ইসলাম, বগুড়া সদর প্রজন্মদলের আহবায়ক শায়েস্তা খান, সদস্য সচিব রেজাউল সরকার রেজা, শেখ রাসেল, এজাজুল হক, সম্রাট হোসেন, হানজেলা মীর, শফিকুল ইসলাম, গোফফার আলী ডাবলু, মাহমুদ করিম তালুকদার, সিজু মিয়া প্রমূখ।
সংগঠনের জেলার সভাপতি আব্দুল আজিজ হিরা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা গত ১৭ বছর ধরে বাংলাদেশের জনগণের উপর যে জুলুম, নির্যাতন ও দমন-পীড়ন চালিয়েছে তা ইতিহাসে ঘৃণার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের মাটিতে আর কোনো স্বৈরাচার, দুঃশাসন কিংবা লুটপাটকারীদের সুযোগ দেওয়া হবে না। ৫ আগস্ট বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এক দফা আন্দোলনে জনগণ সাড়া দিয়ে শেখ হাসিনা সরকারকে পদত্যাগে বাধ্য করেছিল।
সংশ্লিষ্ট সংবাদ: বগুড়া
১২ মে, ২০১৯
১৪ মে, ২০১৯
১৪ মে, ২০১৯