শাজাহানপুরে অসহায় বিধবা মহিলার বাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ

বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকায় পৈত্রিক সম্পত্তি জবরদখলের উদ্দেশ্যে এক অসহায় বিধবা মহিলার বাড়ি ভাঙচুর ও তাকে মারধরের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার পক্ষ থেকে শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রহিমাবাদ গ্রামের মৃত তাহের প্রামানিকের কন্যা সূর্য বানু (স্বামী মৃত আকবর আলী) দীর্ঘদিন ধরে পৈত্রিক বাড়িতে বসবাস করে আসছেন।
গতকাল বুধবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে রহিমাবাদ দক্ষিণ পাড়া তার কামরুজ্জামান বিটল, নিরব, জুয়েল ও পারভীন বেগমসহ কয়েকজন তাদের বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে। এ সময় মারধরে সূর্য বানু, নাসরিন আক্তার ও আশা খাতুন গুরুতর আহত হন।
ভুক্তভোগী সূর্য বানু জানান, আমরা পাঁচ বোন রহিমাবাদ মৌজার ৩৬৬১ দাগে ৭২ শতকের মধ্যে ৩১ শতক জমি পৈতৃক সূত্রে ভোগদখল করছি। কিন্তু ভাই-ভাতিজারা আমাদের উচ্ছেদ করতে প্রাণনাশের হুমকি দিচ্ছে। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।
এ বিষয়ে অভিযুক্ত পারভীন বেগমের সঙ্গে তার মোবাইল যোগাযোগ করা হলে তার মেয়ে অভিযোগ অস্বীকার করে জমিটি তাদের দাবি করেন। পরবর্তী তার মেয়ে জামাই চট্টগ্রাম চকবাজার থানার এসআই পরিচয়ে দিয়ে কথা বলেন।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন,লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।