পরাজয়ের ভয়ে নির্বাচন নিয়ে কিছু রাজনৈতিক দল ষড়যন্ত্র করছে- বগুড়ায় বিএনপি নেতৃবৃন্দ

নির্বাচন নিয়ে কিছু রাজনৈতিক দল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ। তাদের দাবি, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে, তারাই নির্বাচনে যেতে ভয় পায়। এসব দল নির্বাচনে যেতে চায় না। সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই চলবে এবং যতদিন নির্বাচন না হবে, ততদিন তারা রাজপথে থাকবে বলে ঘোষণা দেন নেতারা।
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার বিকেলে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তারা। পরে আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে একটি বিজয় মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউসের সামনে পুলিশ প্লাজার কাছে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।
সমাবেশে শহীদদের স্মরণ করে নেতারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অঙ্গীকার করেছেন। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক শহীদ পরিবারকে চাকরি দেওয়া হবে। তারা জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসার দাবিও জানান।
এসময় সমাবেশে জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে নেতারা অভিযোগ করেন, একটি দল চব্বিশের জুলাইকে ‘হাইজ্যাক’ ও বিজয়কে দলীয়করণের চেষ্টা করছে। এ প্রচেষ্টাকে তারা আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করে বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিজয়কে যেমন একটি দল হাইজ্যাক করার ষড়যন্ত্র করেছিল, তেমনি এখনো একটি দল জুলাই অভ্যুত্থানকে হাইজ্যাক করার অপচেষ্টা চালাচ্ছে। জেলা বিএনপি নেতারা বলেন, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে বিএনপি নেতা-কর্মীদের অবদান অনন্য। দীর্ঘ ১৭ বছর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নিরবচ্ছিন্নভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে এসেছে। এই সংগ্রামে বহু নেতা গুম-খুন হয়েছেন, লক্ষ নেতা-কর্মী মিথ্যা মামলায় কারাগারে গেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। তবুও তারা রাজপথ ছাড়েননি। তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল। সেই আন্দোলনের ধারাবাহিকতাতেই ছাত্র-জনতার অভ্যুত্থান ঘটে এবং শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হন।
এর আগে বৈরী আবহাওয়া উপেক্ষা করে দুপুর ৪টা থেকে বাদ্য-বাজনার সঙ্গে মিছিল নিয়ে নেতাকর্মীরা আলতাফুন্নেছা খেলার মাঠে সমবেত হন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির কেন্দ্রীয় সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, তৌহিদুল আলম মামুন, শেখ তাহা উদ্দিন নাহিন, সহিদুন্নবী সালাম, জাহিদুল ইসলাম হেলাল, মনিরুজ্জামান মনি, জাহাঙ্গীর আলম, আবু হাসান, সরকার মুকুল, রাকিবুল ইসলাম শুভ, হাবিবুর রশিদ সন্ধান, এম আর হাসান পলাশ প্রমুখ।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্টের পতন হলেও তাদের লড়াই সংগ্রাম এখনো শেষ হয়নি। যতদিন দেশে সুষ্ঠু নির্বাচন না হবে, ততদিন বিএনপির আন্দোলন চলবে। কিছু দল নির্বাচনে ভয় পেয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। জনগণের দাবি যে কোনো মূল্যে অবিলম্বে দেশে সুষ্ঠু নির্বাচন দিতে হবে।”