সৈয়দপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস পালিত

নীলফামারীর সৈয়দপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস পালন করা হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখা এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। গত বুধবার (২২ শে শ্রাবণ) সন্ধ্যায় শহরের সাহেবপাড়াস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে ওই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহ সভাপতি মো. শফিউল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কুমার অপু বিশ্বাসের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উদীচী সৈয়দপুর শাখারর সভাপতি ওস্তাদ জান্নাতুল ইসলাম কবির, সম্পাদক মন্ডলীর সদস্য ফারহানা সুলতান, কার্যকরী সদস্য মো. মোমিনুল ইসলাম, তাহমিন আরিফ লাবিব, প্রিয়ষ্মিতা রায় পিউ, প্রভা গোস্বামী, প্রত্যাশা প্রমূখ।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে সমবেত ও একক পরিবেশনায় ছিলেন ওস্তাদ জান্নাতুল ইসলাম কবির, শফিউল ইসলাম রঞ্জু, মোমিনুল ইসলাম, পিউ, পিংকি, পৌলবি, লাবিব, সৃষ্টি, প্রাচুর্য তীর্থ, প্রভা, প্রত্যাশা, প্রত্যাশা, দানিয়া, ন¤্রতা মৌনতা, ফারহানা, বলরাম, সৈয়দা মনি, রিংকু, মাধব।
আর সাংস্কৃডুশ অনুষ্ঠানে তবলায় ছিলেন বশির, হারমোনিয়াম ও মন্দিরায় মাধব রায়। সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভা গোস্বামী।
অনুষ্ঠানে উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার সকল সদস্য ও শিল্পীরা উপস্থিত ছিলেন।