রাস্তা অবরোধ করে এলাকাবাসীর প্রতিবাদ
কাহালুতে ব্যাপক জলবদ্ধতা ধান চাষ ব্যাহৃত
_.jpg)
বগুড়ার কাহালুতে ব্যাপক জলবদ্ধতা ধান চাষ ব্যহৃত হওয়ায় শনিবার সকালে কাহালু-মালঞ্চা সড়ক অবরোধ করেন স্থানীয় কৃষকবৃন্দ। প্রতিনিধিঃ
বগুড়ার কাহালুতে ব্রীজ কালভাট সহ পানি নিস্কাশনের পথ বন্ধ করায় বর্ষা মৌসুমের শুরু থেকেই মাঠে ব্যাপক জলবদ্ধতার কারণে শ্রাবণ মাস শেষ হতে চললেও আমন ধান রোপন করতে পারেনি কৃষক। কৃষকদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা, দেখার যেন কেউ নেই, স্থানীয় প্রশাসনের ঘুমই ভাঙ্গছেনা।
বগুড়ার শষ্যভান্ডার বিশেষ করে ধান ও চাল, কাহালু উপজেলার কৃষকদের প্রধান উৎপাদিত ফলস ধান। উৎপাদিত ধান স্থানীয় চাহিদা পুরুন করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে। এখানকার কৃষকরা পৌষ মাসের শেষ থেকে শুরু করে মাঘ মাসে ইরি/বোরা রোপন এবং আষাঢ় থেকে শুরু করে মধ্যে শ্রাবন মাস পয়ন্ত আমন ধান রোপন শেষ করে থাকে। এবার শ্রাবন মাস শেষ হতে চললেও কৃষক মাঠে আমন ধান রোপন করতে পারেনি।স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় সরকারী নিয়ম-নীতিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, ব্রীজ কালভাট ও পানি নিস্কাশনের ড্রেন (নয়জলি) মুখে পুকুর খনন আবার কোথাও কোথাও ভরাট করে স্থাপনা নির্মাণ করায় এলাকায় জলবদ্ধতার কারণ।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছোট বড় সহস্রাধিক ব্রীজ কালবাট ও পানি নিস্কাশনের ড্রেন অবৈধ ভাবে বন্ধ করা হলেও সংশ্লিষ্ট প্রশাসন রয়েছেন নিলজ্ঝভাবে নিরব। ফলে জলবদ্ধতায় শুধু আমন ধানই নয় বিভিন্ন মৌসুমী ফসল, অসংখ্য রাস্তা-ঘাট, বাড়ী-ঘর শিক্ষাপ্রতিষ্ঠান হুমকীর মূখে। বিষয়টি বার বার স্থানীয় জন প্রতিনিধি,রাজনৈতিক দলের নেতা ও প্রশাসনের নজরে আনা হলেও কোন সুরাহ করেনি তারা। বর্তমানে দেশ চালাচ্ছেন অন্তবর্তী সরকারে আমলারা,সাধারণ জনগণ ও কৃষকদের আশাছিল তারা, দল মতের উর্দ্ধে থেকে দেশের জন্য সাধারণ মানুষের জন্য রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করবেন, কিন্ত সে আশাও গুড়েবালি। এলাকার জলাবদ্ধা ও রাস্তা-ঘাট বিষয়ে তাদের বার বার দৃষ্টি আর্কষণ করা হলেও তা পাশ কাটিয়ে যাচ্ছেন তারাও। শ্রাবণ মাসের ২৬ তারিখ পেরিয়ে গেলেও শুধু কাহালু সদর ইউনিয়ন,মহেশপুর, মহারাবানী, বোরতা, শাকোহালী, খাজলাল,লক্ষিপুর, তেলিয়ান, আখুন্জা, পাইকপাড়া, কালিশকুড়ী, কচুয়াসহ কমপক্ষে ১৫ থেকে ২০ টি মাঠে আমন ধান রোপন করতে পারেনি। যথা সময়ে মাঠে আমন ধান রোপন করতে না পারায় এলাকার কৃষকসহ সাধারণ মানুষে মাঝে দেখা দিয়েছে চরম ক্ষোভ। এত কিছুর পরও ঘুমই ভাঙ্গছেনা স্থানীয় প্রশাসনের।
অবশেষে, গত শনিবার সকাল ৯টা থেকে কাহালু-মালঞ্চা রাস্তা অবরোধ করে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। এসময় রাস্তার দু’ধারে শত শত অটো ভ্যান-রিক্্রা,ভটভটি, ট্রাক, সিএনজি সহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। সংবাদ পেয়ে কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি সহ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তারা দ্রুত পানি নিস্কাশন করে জলবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি দিলে প্রায় এক ঘন্টা পর প্রায় ২ শতাধিক অবরোধকারীরা, তাদের অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
সংশ্লিষ্ট সংবাদ: কাহালু
১৩ মে, ২০১৯
১৬ মে, ২০১৯