সৈয়দপুরে দুই ভুয়া ডিবি পুলিশ সদস্যআটক

নীলফামারী সৈয়দপুরে দুই ভুয়া ডিবি পুলিশ সদস্যকে আটক করেপুলিশে দিয়েছেন এলাকাবাসী। গতকাল শনিবার (৯ আগস্ট) বিকেল তিনটার দিকে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া অচিনারডাঙ্গাএলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হচ্ছে, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাইইউনিয়নের কাচারিপাড়ার মো. আশরাফ আলীর ছেলে মো. দুলাল হোসেন (৪৬) এবং নীলফামারী সদর উপজেলার চড়াইখেলা ইউনিয়নের দারোয়ানী মোল্লাপাড়া এলাকার মৃত.ইনসানের ছেলে মো. ফারুক হোসেন (৪৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন গতকাল শনিবার বিকেল আনুমানিক তিনটারদিকে উল্লিখিত আটককৃত ব্যক্তি দুইজন উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নেরতিন নম্বর ওয়ার্ডের অচিনাডাঙ্গা এলাকায় যায়। তারা নিজেকে ডিবি পুলিশ সদস্য পরিচয় দিয়ে ওই এলাকার একজন ব্যবসায়ীর কাছে মোটাঅংকের টাকা দাবি করেন। এতে তাদের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এফোন দিয়ে সৈয়দপুর থানা পুলিশকে অবহিত করা হয়। পরে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলেপৌঁছে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.ফইম উদ্দিনদুই ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী ব্যক্তিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।