হৃদয়ে সৈয়দপুরের পক্ষ থেকে আফাজ উদ্দিন পেলেন মুদি দোকান

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুর এর উদ্যোগে হতদরিদ্র বৃদ্ধ আফাজ উদ্দিনকে মালামাল সমেত এক মুদি দোকান ঘর তৈরি করে দেওয়া হয়েছে। গত শুক্রবার (৮ আগস্ট) বিকেলে সংগঠনটির পক্ষ থেকে ওই বৃদ্ধকে সেটি হস্তান্তর করা হয়। এতে আবেগাপ্লুত হয়ে পড়ে তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের খোর্দ্দ বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার বাসিন্দা মো. আফাছ উদ্দিনর। অশীতিপর ওই বৃদ্ধের জীবন কাটছে দারিদ্র্যের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে। তাঁর একমাত্র ছেলে খোরশেদ আলমও দীর্ঘদিন ধরে মানসিক রোগী। ফলে সংসারের সব দায়িত্ব কাঁধে নিয়ে কষ্টে দিন পার করছিলেন তিনি।
এ অবস্থায় হৃদয়ে সৈয়দপুর সংগঠনের শরনাপন্ন হন তিনি। তাকে সংগঠনের “স্বাবলম্বীকরণ ও পুনর্বাসন” কর্মসূচি থেকে একটি দোকান ঘর তৈরি করে দেওয়া হয়। সেই সঙ্গে দোকানের বিভিন্ন মালামালও ক্রয় করে দেওয়া হয়েছে। গত (৮ আগস্ট) শুক্রবার বিকাল চারটায় অসহায় মো. আফাছ উদ্দিনকে একটি মুদি দোকান উপহার দেওয়া হয়।
নতুন দোকান হাতে পেয়ে আবেগাপ্লুত আফাছ উদ্দিন জানান, এই উদ্যোগের ফলে তিনি নিজেই উপার্জনের সুযোগ পাবেন এবং সংসারের চাহিদা পূরণ করতে সক্ষম হবেন বলে আশা করছেন।
দোকান হস্তান্তর কালে হৃদয়ে সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়ন শাখার সভাপতি গোলাম রব্বানী বলেন, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও আমরা এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখব।
এ সময় বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. ফেরেজুল শাহ, সংগঠনের উপদেষ্টা গোলাম কিবরিয়া, আব্দুল মালেক, মিন্টু মিয়া, প্রতিষ্ঠাতা সোহেল রানা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রুবেল, উপজেলা সভাপতি মাসুদ পারভেজ, বোতলাগাড়ী ইউনিয়ন সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক আব্দুল মতিন সাজ্জাদ, পৌর সভাপতি শাহরোজ রাব্বি, আবুজার, জনি, রিপন, সোহাগ, সাহেব আলি প্রমুখ উপস্থিত ছিলেন।