কাহালুর বিবিরিপুকুর বাজারে দোকান চুরির মামলায় আন্তঃজেলা চোর চক্রের ১ সদস্য গ্রেফতার

বগুড়ার কাহালু থানা পুলিশ রোববার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়ন পরিষদের সামনে থেকে বিবিরিপুকুর বাজারের কীটনাশক ঔষধের দোকান চুরির মামলায় আন্তঃজেলা চোর চক্রের সদস্য আনিছুর রহমান (৩৪) কে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত আনিছুর রহমান বগুড়ার আদমদীঘি উপজেলার তেতুলিয়া দক্ষিনপাড়া গ্রামের মৃত ফেরদৌস প্রামানিকের পুত্র। থানা পুলিশ জানান, গত ১৭/০৪/২৫ ইং তারিখ রাতে কাহালুর বিবিরপুকুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিমের দোকান ঘরের টিনের চালা কেটে মই দিয়ে ভিতরে নেমে দোকানের গোডাউন থেকে নগদ ৭০ হাজার টাকা এবং ৬০/৭০ লক্ষ টাকার সিনজেনটা কোম্পানির কীটনাশক ঔষধ চুরি করে নিয়ে যায় চোরের দল। এ সময় তারা গোডাউনের সিসি ক্যামেরার ডিভিআর খুলে নিয়ে যায়।
কাহালু থানার এস আই মাসুদ করিম জানান, গ্রেফতারকৃত আসামী আনিছুর রহমান আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য তার বিরুদ্ধে আদমদীঘি থানায় ২টি মামলা রয়েছে। তাকে আদালতে সৌপর্দ করা হয়।