নন্দীগ্রামে জামায়াত প্রার্থী ড. ফয়সাল পারভেজের গণসংযোগ

আসন্ন ক্রোয়োদশ জতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে জামায়াত নেতাকর্মীদের নিয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে গনসংযোগ করেন, বগুড়া-০৪ (নন্দীগ্রাম -কহালু ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড.মোস্তফা ফয়সাল পারভেজ। গত রবিবার(১০আগষ্ট) নন্দীগ্রাম উপজেলা জামায়াতের নেতাকর্মীদের নিয়ে ৪নং থালতা মাজগ্রাম ইউনিয়নের সোনাকানিয়া , চৌমহুনী, নিমাইদিঘী বাজার ,স্কুল, কলেজ, মাদ্রাসা, পথচারীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষদের সাথে গণসংযোগ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা জামায়াতের আমির আব্দুর রহমান, সেক্রেটারি গোলাম রব্বানী, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুর ইসলাম মন্ডল, উপজেলা কর্ম পরিষদের সদস্য রুহুল আমিন যুক্তিবাদী, শেখ সাদী , নন্দীগ্রাম পৌর বায়তুল মাল সম্পাদক আব্দুস সাত্তার, ৪নং তালতা মাঝগ্রাম ইউনিয়ন জামায়াতের আমীর সাইফুল ইসলাম, সেক্রেটারী আব্দুস সামাদ, ২নং সদর ইউনিয়ন জামায়াতের আমীর সুলতান আহমেদ, ৪নং তালতা মাঝগ্রাম ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ, সেক্রেটারী সিহাব উদ্দিন সহ ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের জামায়াত শিবিরের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।