শাজাহানপুরে বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও তাইফুর রহমান

বগুড়ার শাজাহানপুরে মানিকদিপা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষার্থীদের ক্লাস নিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তাইফুর রহমান।
সোমবার (১১ আগস্ট) সকালে তিনি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির গণিত ও দশম শ্রেণির সামাজিক বিজ্ঞান বিষয়ে সরাসরি পাঠদান করেন।
পাঠদানের পাশাপাশি তিনি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠন, দেশপ্রেম ও মানবপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। ইউএনও তাইফুর রহমান শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি ও মনোযোগী হয়ে পড়াশোনার পরামর্শ দেন। একইসঙ্গে বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার জানান,“ইউএনও স্যারকে হঠাৎ ক্লাসে পেয়ে আমরা আনন্দিত ও গর্বিত। তিনি আমাদের লেখাপড়া শিখে বড় হওয়ার উৎসাহ দিয়েছেন এবং গণিতে অনেক নতুন বিষয় শিখিয়েছেন।”
দশম শ্রেণির শিক্ষার্থী রিফাত হোসেন বলেন, “স্যার ক্লাসে এসে আমাদের বিজ্ঞান বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন ও আলোচনা করেন। স্যারের ক্লাস খুব ভালো লেগেছে।”
এছাড়াও বিভিন্ন ক্লাসরুমে গিয়ে শিক্ষার্থী-শিক্ষকদের সঙ্গে বিদ্যালয় উন্নয়ন বিষয়ে মতবিনিময় ও পড়াশোনার সার্বিক খোঁজখবর নেন তিনি।
এসময় উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শফিকুল ইসলাম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দুলাল,সিনিয়র সহকারী শিক্ষক হারেজ উদ্দিন,মুক্তা হোসেন সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।