নন্দীগ্রামে ইউপি সদস্য সাইদুল ইসলামের মৃত্যু, দাফন সম্পন্ন

হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিন্দ্রায় শায়িত হলেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ইউপি সদস্য সাইদুল ইসলাম সাইদুল। সোমবার (১১আগস্ট) ১নং বুড়ইল ইউনিয়নের হাজারকি চেয়ারম্যানপাড়া পারিবারিক কবরস্থানে জানাযা শেষে তার দাফন সম্পন্ন হয়। (১০ আগস্ট) ঢাকা নিউরো সাইন্স হসপিটালে স্টোক করে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি ছোট দুই ভাই স্ত্রী ছেলে মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ইউপি সদস্য সাইদুল ইসলাম সাইদুলের মৃত্যুতে ওই এলাকায় নেমে এসছে শোকের ছায়া। সাইদুল ইসলাম ১নং বুড়ইল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার ছিলেন। তিনি হাজারকি মুন্সি পাড়ার মৃত সেকেন্দার মাস্টারের বড় ছেলে ছিলেন। ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেন, সাইদুল ভাই আমার ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য ছিলেন, তিনি অত্যান্ত ভালো একজন মানুষ ছিলেন, সবসময় আমাদের সাথে হাসি মাখা মুখে কথা বলতেন। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত।