পোরশায় বিতর্কের মধ্যদিয়ে আন্তর্জাতিক যুব দিবস পালন

নওগাঁর পোরশায় গতকাল মঙ্গলবার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর।
র্যালি শুরু হওয়ার আগে উপজেলা যুব উন্নয়ন অফিসার র্যালিতে অংশগ্রহণকারীদের জন্য টি শার্ট বিতরণ শুরু করলে উপস্থিত জনতা টি শার্ট এর পেছনে লেখা স্পন্সর এর নাম দেখে আপত্তি উঠান। তারা অভিযোগ করেন যে, টি শার্টগুলো শাহীন ট্রেডার্স ও ভীম ট্রেডার্স নামের যে দুজন স্পন্সর এর পক্ষ থেকে দেয়া হয়েছে তারা উপজেলা আওয়ামী লীগের অর্থযোগান দাতা আলী হোসেন ও নিতাই চন্দ্র পচার মালিকাধীন। যুব উন্নয়ন কর্মকর্তা প্রায় শতাধিক টি শার্ট বিতরনের জন্য আনলেও বিতর্কের মুখে তিনি বিতরণ বন্ধ করে দেন। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে প্রতিবাদ জানিয়ে সরবরাহ করা গেঞ্জিগুলো উপজেলা পরিষদ কমপ্লেক্স গেটের সামনে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এবং সাথে সাথে তারা ক্ষোভ প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসার এর দপ্তরে গিয়ে অবহিত করলে উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি সঠিক হয়নি বলে মত প্রকাশ করেন এবং পরিস্থিতি শান্ত করেন।
যুব দিবস পালন করার জন্য স্থানীয় আওয়ামী লীগের নিজস্ব ওই দুই ঠিকাদারের নিকট থেকে বিপুল পরিমানের অর্থ গ্রহণ করেছেন বলে অভিযোগ রয়েছে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম শেখ পোরশা উপজেলায় ২০২২ সালের ২ফেব্রুয়ারী যোগদান করে অদ্যবধি বহাল তবিয়তে রয়েছেন।
এ ব্যাপারে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম শেখ বলেন, টি শার্ট সরবরাহ করা দুটি প্রতিষ্ঠান টিসিবির ডিলার। আর আমি টিসিবির ট্যাগ অফিসার।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম জানান, আমাকে না জানিয়ে এমনকি উপজেলা প্রশাসনের কোন কর্মকর্তাকে না জানিয়ে যুব কর্মকর্তা এমন টি শার্ট বিতরণ করেছেন যা অনাকাক্ষিত। বিষয়টি জানার পর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম শেখকে টিসিবির ট্যাগ অফিসার থেকে প্রত্যাহার করে নতুন একজন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছেন বলেও তিনি জানান।