সৈয়দপুরে রেলওয়ে কোয়ার্টার থেকে এক নারীর মরদেহ উদ্ধার
.jpg)
নীলফামারীর সৈয়দপুরে একটি রেলওয়ে কোয়ার্টার থেকে আলেমা বেগম (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে শহরের মুন্সিপাড়া এলাকার দর্জিপট্টি শহীদ মোস্তফা লেনের কোয়ার্টার থেকে মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, শহরের উল্লিখিত এলাকায় রেলওয়ে কোয়ার্টারের স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করতেন জাহিদুল ইসলাম। পেশায় তিনি একজন ঝাঁল মুড়ি বিক্রেতা। স্ত্রী সন্তানের অনুপস্থিতিতে গত শনিবার তিনি অজ্ঞাতনামা এক নারীকে তাঁর কোয়ার্টারে নিয়ে আসেন। আর গত দুইদিন ধরে ওই কোয়ার্টারটির প্রধান ফটকে তালা ঝুলছিল। গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক দশটার দিকে জাহিদুল ইসলামের ছেলে মো. দুলাল ওই কোয়ার্টারের একটি রুমে থাকা সেলিনা বেগমকে ফোন করেন। এ সময় তিনি সেলিনা বেগমকে বলেন তাঁদের কোয়ার্টারের একটি রুমে একজন মরে রয়েছে। আর এ কথা বলেই দুলাল মোবাইল ফোনের কল কেটে দেন। এরপর সেলিনা বেগমের বিষয়টি আশেপাশের লোকজন জানান। পরবর্তীতে ঘটনাটি সৈয়দপুর থানা পুলিশকে অবহিত করা হয়। পরে খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কোয়ার্টারটি তাদের হেফাজতে নেন। এরপর রংপুরের সিআইডির পুলিশের ক্রাইম সিনের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এরপর তারা এসে ঘটনাস্থলের ও মরদেহের বিভিন্ন আলামত সংগ্রহ করেন। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে নারীর মরদেহটি উদ্ধার করেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন বলেন, আইনগত প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারীর মর্গে পাঠানো হবে। এছাড়াও কোয়ার্টারের বাসিন্দা জাহিদুল ইসলামকে খুঁজে বের করাসহ নিহতের পরিচয় ও নাম ঠিকানা উদ্ধারের চেষ্টা চলছে।