শাজাহানপুরে শতাধিক শিক্ষার্থীর মাঝে মেধা ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদিপা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে মেধা ফাউন্ডেশন।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় আয়োজিত কর্মসূচিতে প্রতিটি শিক্ষার্থীকে তিনটি খাতা ও একটি কলম প্রদান করা হয়।
উপকরণ বিতরণ করেন মেধা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক এনাম। এ সময় মাদ্রাসার সাবেক সভাপতি ও আড়িয়া ইউনিয়ন বিএনপি সাবেক আহ্বায়ক মহসীন আলী, মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদ,স্বপ্নপূরণ স্কুলের পরিচালক মিজানুর রহমান, সাবেক অভিভাবক সদস্য দেলোয়ার হোসেন খাদেম সহ মেধা ফাউন্ডেশনের অন্যান্য প্রতিনিধি, শিক্ষকবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মেধা ফাউন্ডেশন একটি অলাভজনক সামাজিক সংগঠন, যা আধুনিক সমাজ গঠন ও আর্তমানবতার সেবায় গ্রামীণ জনগোষ্ঠীর সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ যেমন খাতা, কলম, পেন্সিল ও স্কুল ব্যাগ নিয়মিত বিতরণ করে আসছে। ২০২৪ সালে সংস্থাটি বগুড়ার শাজাহানপুর উপজেলা চাঁদবাড়িয়া এলাকায় যাত্রা শুরু করে।