আদমদীঘিতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মাসিক উন্মুক্ত আলোচনা সভা

বগুড়ার আদমদীঘি উপজেলায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বাল্যবিবাহ নিরোধ, যুব সমাজকে জুয়া খেলা থেকে বিরত রাখা, শিক্ষার মান উন্নয়নে সহায়তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক উন্নয়নে সহায়তা সংক্রান্ত মাসিক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত অনজুম অনন্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা প্রকৌশলী রিপন কুমার, শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রধান, থানার এসআই তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সহ-সভাপতি কামরুল হাসান মধু, গোলাম মোস্তফা, উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম রাব্বানী, প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন, আনোয়ার হোসেন হিটলু, ইউপি সদস্য আনোয়ার হোসেন জীবন, সান্তাহার পৌর ছাত্রদলের সহ-সভাপতি হযরত আলী, সান্তাহার প্রেসক্লাবের সভাপতি তোফায়েল হোসেন, শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, সাংবাদিক মেহেদী হাসান, আমিনুল ইসলাম সোহাগ, হেদায়েতুল ইসলাম উজ্জ্বল, মোমিন খান ও তরিকুল ইসলাম জেন্টু প্রমূখ।