কাহালুতে আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৫৬ তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার বাদ আছর কাহালু চারমাথা জামে মসজিদে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউ পি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বীরকেদার ইউ পি চেয়রম্যান ছেলিম উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, বিএনপিনেতা জিল্লুর রহমান মিন্টু, মুনসুর রহমান, কোরবান আলী, মাকছুদুর রহমান, সৈয়দ সাইফুল ইসলাম, সাদ্দাম হোসেন, ইকবাল হোসেন, রেজাউল করিম, আলহাজ্ব আব্দুর রহমান, শাহিন ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন খান, যুগ্ম আহবায়ক মোহাম্মাদ আলী সুমন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকতার আজম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব ফাহিম আহমেদ সুমন, উপজেলা কৃষকদলের সভাপতি আবুল কালাম আজাদ, যুবদলনেতা সাব্বির আহমেদ, জামিল, মামুন, রায়হান সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কাহালু চারমাথা জামে মসজিদের ইমাম হাফেজ মো. নজরুল ইসলাম।