কাহালুতে যুব জামায়াতের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ কাহালু উপজেলা শাখার আয়োজনে এক বিশাল বর্ণাঢ্য র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।র্যালীর আগে এক আলোচনা সভা দলীয় কার্যালয়ে কাহালু উপজেলা যুব জামায়াতের সভাপতি মাওঃ রেজোয়ানূল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী আল্ আমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এলাকার জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বগুড়া জেলা যুব জামায়াতের সভাপতি সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কাহালু সদর ইউ পির সাবেক চেয়ারম্যান মাওঃ আব্দুল মোমেন, কাহালু উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুস শাহীদ খান, সেক্রেটারী আলহাজ্ব শহীদুর রহমান সবুজ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা, কাহালু উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী প্রভাষক আব্দুল মোমিন, উপজেলা বায়তুল মাল সম্পাদক মাওঃ আবু ইউসুফ, কর্মপরিষদ সদস্য হাফেজ মাওঃ আব্দুল হামিদ, জামায়াতনেতা মাওঃ আবু দাউদ, কাহালু পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রবিউল ইসলাম, সেক্রেটারী দেলোয়ার হোসেন প্রমুখ।