বগুড়ায় খালেদা জিয়ার জন্মদিনে আলোচনা ও বিশেষ প্রার্থনা

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে আলোচনা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৫ই আগস্ট সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের চেলোপাড়া উত্তরবাংলা সারস্বত আশ্রমে অনুষ্ঠিত এই প্রার্থনায় অংশ নেন শত শত সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাসহ জিয়া পরিবারের সকলের জন্য প্রার্থনা করা হয়। প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন শ্রীমৎ স্বামী দেবেশানন্দ সরস্বতী মহারাজ এবং পবিত্র গীতা পাঠ করেন শ্রীমৎ সুমেষ চৈতন্য ব্রহ্মচারী।
জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সমর দাসের সঞ্চালনায় প্রার্থনা পরবর্তী অনুষ্ঠিত আলোচনা সভায় বগুড়ার প্রেক্ষাপটে জিয়া পরিবার ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরে আরো বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ড বিএনপি'র সাবেক সভাপতি বেলাল হোসেন নান্নু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায়, উত্তর বাংলা সারস্বত আশ্রমের সাধারণ সম্পাদক অনিল চন্দ্র পাল, আশ্রমের কোষাধ্যক্ষ জাতীয় ক্রীড়াবিদ গোপাল তেওয়ারি, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ প্রমুখ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈশ্বরের কাছে সকলের জন্য প্রার্থনা করেন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গৌরানন্দ সরস্বতী মহারাজ।
অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি পরিমল চন্দ্র দাস বলেন, বাংলাদেশের একমাত্র আপোষহীন নেত্রী আমাদের বগুড়ার পুত্রবধূ বেগম খালেদা জিয়া। জিয়া পরিবার আমাদের বগুড়াবাসীসহ সারাদেশের কোটি কোটি মানুষের আবেগ ও অনুভূতির জায়গা। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বাংলাদেশের কোথাও কোন আয়োজন না থাকলেও চেলোপাড়াতে তারা প্রতিবছর বগুড়ার কৃতি সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম ও মৃত্যুবার্ষিকী, ১৫ আগস্ট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের অভিভাবক তারেক রহমানের জন্মবার্ষিকী তারা পালন করে থাকেন। শুধু মন্দিরগুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন নয় প্রতিটি মসজিদে নামাজের পর দেশনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও দিনটিতে তারা বৃক্ষ রোপনের পাশাপাশি অসহায় মানুষের মাঝে খাবার বিতরণের কর্মসূচিও রেখেছেন। পরিমল বলেন, বগুড়া নামের কারণেই বিগত ১৬ বছর এই জেলার মানুষ উন্নয়ন বঞ্চিত হয়েছেন কারণ বগুড়া মানেই বিএনপির ঘাঁটি। বগুড়ার ছোট থেকে বড় সকলেই ভালোবাসেন জিয়া পরিবারের প্রতিটি সদস্যকে। তাইতো দেশনেত্রীর জন্মবার্ষিকীতে প্রতিবছরের ন্যায় প্রাণবন্ত নানা আয়োজন করেছেন তারা। তিনি সকলের কাছে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আশীর্বাদ কামনা করেছেন।