সান্তাহারে যুবদল অফিসে হামলা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
.jpg)
আদমদীঘির সান্তাহার পৌরসভার ৪নং ওয়ার্ড যুবদলের অফিসে হামলা ও অগ্নিসংযোগ সংক্রান্ত নাশকতা মামলায় সান্তাহার পৌর নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বুলবুল আহমেদ (২৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৫ আগষ্ট) সকালে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বুলবুল আহমেদ সান্তাহার হাউজিং কলোনী (নতুন বাজার) এলাকার শাহ কামাল হোসেনের ছেলে। সে সান্তাহার পৌর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য বলে জানা গেছে।
সান্তাহার ফাঁড়ির এসআই বকুল হোসেন জানান, গত ২০২৪ সালের ১৯ আগষ্ট রাতে সান্তাহার পৌরসভার চায়নার মোড় নামক স্থানে ৪নং ওয়ার্ড যুবদল অফিসে কয়েকটি মোটরসাইকেল যোগে একদল দুর্বৃত্ত ওই যুবদল অফিস ভাংচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক ছড়িয়ে অফিসে পেট্রোল ঢেলে আসবাবপত্রে অগ্নিসংংযোগ করে পুড়ে দেয়। এ ঘটনায় আদমদীঘি থানায় সান্তাহার কলসা এলাকার পৌর ৪নং ওয়ার্ড যুবদলের সেক্রেটারি আশিক হোসেন বাদি হয়ে সাবেক এমপি, তার বাবা সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৭০ জন আওয়ামীলীগ নেতাকর্মির নাম উল্লেখ ও অজ্ঞাতসহ মোট ২২৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় সান্তাহার পৌর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য বুলবুল আহমেদকে গ্রেপ্তার করা হয়। ওই দিন দুপুরে গ্রেপ্তার বুলবুল আহমেদকে আদালতে পাঠানো হয়েছে বলে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান।