স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুরের আয়োজনে মাদক বিরোধী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুর এর আয়োজনে মাদক বিরোধী ফুটবল প্রীতি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৫ আগস্ট) বিকেল চারটায় উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর স্কুল এন্ড কলেজ মাঠে ওই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ম্যাচটির সার্বিক পরিচালনায় ছিলেন হৃদয়ে সৈয়দপুর এর উপদেষ্টা ও লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা।
মাদক বিরোধী ফুটবল প্রীতি ম্যাচে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুরের সদস্যরা লাল দল বনাম সবুজ দলে বিভক্ত হয়ে অংশ নেন। এতে সবুজ দল ৩-২ গোলে লাল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আর রানার্স আপ হয়েছে সবুজ দল। ম্যাচে লাল দলের কোচ ছিলেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. রবিউল আউয়াল রবি ও ক্যাপ্টেন আসাদ সোহাগ এবং সবুজ দলের কোচ ছিলেন সংগঠনের বিশিষ্ট ব্যবসায়ী উপদেষ্টা মো. বুলবুল সরকার ও ক্যাপ্টেন মো. বাপ্পী।
ফুটবল প্রীতি ম্যাচটিতে রেফারীর দায়িত্ব পালন করে বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো. আব্দুল মালেক এবং সহকারী মো. আবুজার রহমান ও মো. মশিউর রহমান।
ফুটবল প্রীতি ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে ট্রফি বিতরণ করা হয়। আমন্ত্রিত অতিথি বৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের কোচ ,ক্যাপ্টেন ও খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।মাদক বিরোধী ফুটবল ম্যাচটি নানা বয়সী বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে উপভোগ করেন।
ট্রফি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হৃদয়ে সৈয়দপুর এর কেন্দ্রীয় সভাপতি মো. জোবায়দুল ইসলাম সাগর।
এ সময় অন্যান্যদের মধ্যে হৃদয়ে সৈয়দপুর স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উপদেষ্টা শহরের বিশিষ্ট ঠিকাদার ও সামজসেবক আলহাজ¦ মো. জয়নাল আবেদীন, বিশিষ্ট ব্যবসায়ী রবিউল আউয়াল রবি, সাবেক ছাত্রনেতা মামুন অর রশিদ মামুন, সংগঠনের প্রতিষ্ঠাতা মো. সোহেল রানা, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. রুবেল, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এম মাসুদ পারভেজসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।