আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

বগুড়ার আদমদীঘিতে উৎসবমূখর পরিবেশে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মাষ্টমি পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে আদমদীঘি চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির ও তালশন কেন্দ্রীয় কালিবাড়ী মন্দির হতে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হয়। এরপর মন্দির প্রাঙ্গনে জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটির সভাপতি বাদল কুমার মৈত্রের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিহির কুমার সরকারের সঞ্চালনায় ধর্মীয় আলোচনা সভায় বক্তব্য রাখেন থানার এসআই তরিকুল ইসলাম, এসআই হাবিব, বিএনপি নেতা ও সাংবাদিক খোন্দকার মেহেদী হাসান, চড়কতলা রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি ও পূজা উদযাপন ফ্রন্ট নেতা কানাই চন্দ্র প্রামানিক, মৃনাল কুমার সরকার, হিন্দু সম্প্রদায়ের নেতা নিতীশ চন্দ্র পাল, পূজা উদযাপন পরিষদ নেতা মোহন্ত সরকার, উদয় সরকার, মদন সরকার, ভুষন চন্দ্র সরকার,ব্যাটেল মৈত্র, বলাই কুন্ডু, সুভাষ সরকার, জগাই কুন্ডু, রাধা মাধব মন্দির কমিটির নেতা হারান চন্দ্র প্রমূখ। অপর দিকে সান্তাহার রাধামাধব মন্দির ও সান্তাহার রেলওয়ে মন্দিরের আয়োজনে জন্মাষ্টমী মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পৃথক ওই দুটি মঙ্গল শোভা যাত্রায় উপস্থিত ছিলেন,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সান্তাহার রেলওয়ে মন্দিরের সভাপতি সুভাষ ঘোষ, সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক উত্তম ঘোষ, সান্তাহার রাধামাধব মন্দিরের সভাপতি প্রদীপ সরকার, সাধারণ সম্পাদক উত্তম ভৌমিক সহ শত শত ভক্তবৃন্দ।