সৈয়দপুরে ছাত্রবন্ধন সোসাইটির উদ্যোগে মাদক বিরোধী সেমিনার

গতকাল সোমবার (১৮ আগস্ট) নীলফামারীর সৈয়দপুরে মাদক বিরোধী সচেতনাতামূলক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ছাত্রবন্ধন সোসাইটি সৈয়দপুর শাখার উদ্যোগে শহরের কয়ানিজপাড়াস্থ সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।
“মাদক ছেড়ে এগিয়ে চলি, আলোকিত সমাজ গড়ি” শ্লোগানকে সামনে রেখে ওই সেমিনারের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ও আজকের পত্রিকার সৈয়দপুর উপজেলা প্রতিনিধি রেজা মাহমুদ।
সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক নাগমা খাতুনের সভাপতিত্বে সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সভাপতি রেজোয়ান রিয়াদ।
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আনিকা পারভীনের সঞ্চালনা এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সংগঠনের সহ-সভাপতি রাইশা, সাধারণ সম্পাদক বিথি, সহ-সাধারণ সম্পাদক অনন্যা, কোষাধ্যক্ষ কাইয়ুম ও সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রিজওয়ান।
এ সময় সংগঠনের দপ্তর সম্পাদক নিবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাইজান, ছাত্র বিষয়ক সম্পাদক মাহিন, সমাজ কল্যান সম্পাদক মো. নূর প্রমূখ উপস্থিত ছিলেন ।
সেমিনারে শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।