সৈয়দপুর পৌরসভার কর্মচারীদের ওপর হামলা ও মারপিটের ঘটনার প্রতিবাদে কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুরে পৌরসভার টয়লেট ব্লকের জায়গা দখলে বাঁধা দেওয়ায় দুই কর্মচারীর ওপর হামলা ও মারপিটের ঘটনার প্রতিবাদে ও জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও ঝাঁড়ু মিছিল এবং কর্মবিরতি পালন করা হয়েছে। গতকাল সোমবার এ সব কর্মসূচিতে সৈয়দপুর পৌরসভার সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। কর্মবিরতির কারণে পৌরসভার সব রকম সেবা কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। ফলে পৌরবাসীর অনেকেই পৌরসভা কার্যালয়ে নাগরিক সেবা নিতে এসে না পেয়ে ফিরে যান।
অভিযোগে জানা গেছে, শহরের উল্লিখিত এলাকায় পৌরসভার একটি পাবলিক টয়লেট ব্লক রয়েছে। ওই ব্লকটির কিছু জায়গা ব্যবসায়ী পরিচয়ে কয়েক অসাধু ব্যক্তি দখল করে নেয়। গত রোববার (১৭ আগস্ট) রাতে সেখানে দোকানঘর তৈরি করছিল তারা। আর এ খবর পেয়ে সেখানে যান সৈয়দপুর পৌরসভার সহকারী কর আদায়কারী ও পৌর সার্ভিস এসোসিয়েশন রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজন শাহ্ এবং যানবাহন পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. মোকছেদ আলী। এ সময় তারা পৌরসভার জায়গায় দখলে বাঁধা দেন। এ সময় তাদের উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তুমুল বাকবিতন্ডা হয়। এর এক পর্যায়ে অসাধু ব্যক্তি এলাকার সন্ত্রাসী যুবকদের সঙ্গে নিয়ে পৌরসভার দুই কর্মচারীর ওপর চড়াও হয়ে তাদের এলোপাতাড়ি বেদম মারপিট করতে থাকে। পরবর্তীতে আশেপাশে থাকা লোকজন তাদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতলে ভর্তি করেন। সন্ত্রাসীদের বেধড়ক মারপিটে পৌর কর্মচারী সুজন শাহ গুরুতর আহত হন। আর রাতেই এ ঘটনাটি গোটা শহরে চাউর হয়ে পড়ে। সকালে সৈয়দপুর পৌরসভার সব বিভাগের কর্মচারী কর্মচারী পৌর কার্যালয়ে এসে কার্যালয়ের সামনে বসে কর্মবিরতি শুরু করেন। পরে দুপুরে তারা শহরে একটি বিক্ষোভ ও ঝাঁড়ু মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে পৌরসভা কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ সমাবেশ করেছেন। এতে বক্তব্য রাখেন সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীর আকতার শাহীন, সাবেক কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, সাবেক আবদুল খালেক সাবু, নির্বাহী প্রকৌশলী মো শহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী আব্দুল খালেক, হিসাবরক্ষক আবু তাহের, পৌর কর্মচারী মো.নাদিম, টিটু, হবিবর রহমান, ফারুক ও শান্ত বাসফোর প্রমুখ। বক্তারা এ ঘটনায় তীব্র প্রতিবাদ, ক্ষোভ ও নিন্দা জানান। সেই সঙ্গে অবিলম্বে পৌর কর্মচারীদের ওপর হামলা ঘটনায় জড়িতদের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
এছাড়াও এ ঘটনায় বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. নুর-ই-আলম সিদ্দিকী দুপুরে তাঁর কার্যালয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে আলোচনায় বসেন। এতে বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, বিএনপির অন্যতম নেতা সহকারী অধ্যাপক শওকত হায়াত শাহ, সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামী আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম শহর আমীর আলহাজ¦ মো. শরফুদ্দিন খানসহ পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. নুর-ই-আলম সিদ্দিকী পৌরসভা কার্যালয়ে সামনে কর্মবিরতিস্থলে গিয়ে কর্মকর্তা- কর্মচারীদের কথা ধৈর্যসহকারে শোনের এবং আগামী তিন দিনের মধ্যে পৌরসভার দুই কর্মচারীর ওপর সন্ত্রাসী হামলা ও মারপিটের ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে কর্মসূচি প্রত্যাহারের আহবান জানান। কিন্তু পৌর কর্মচারীরা কর্মবিরতি প্রত্যাহার না করে তা অব্যাহত রাখেন। আর আহত কর্মচারিদের পক্ষে বলা হয় হামলাকারীদের গ্রেফতার করা না হলে তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।
সৈয়দপুর পৌরসভার কর্মচারীরা জানান, রোববার রাতের ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদের গ্রেফতার না করা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন বলেন, এখনও এ নিয়ে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নুর- ই- আলম সিদ্দিকী বলেন, পৌরসভা কর্মচারীদের উপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ রিপোর্ট পাঠানো পর্যন্ত (বিকেল সোয়া ৫টা) সৈয়দপুর পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি চলছিল।