নন্দীগ্রামে পুকুরে বিষ প্রয়োগে ৪লক্ষ টাকার মাছ নিধন

বগুড়ার নন্দীগ্রামে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।
জানা যায়, নন্দীগ্রাম পৌরসভার ওমরপুর গোন্দইল সড়ক পাড়ার মৃত সাদেক আলী মাস্টারের ছেলে
মৎস্য চাষী আবুল হোসেন তার সাড়ে তিন বিঘা পুকুরে বিগত ৪ বছর ধরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। এমতাবস্থায় গত রবিবার দিবাগত রাতে কে বা কাহারা বিষ প্রয়োগে সব মাছ মেরে ফেলে।ক্ষতিগ্রস্থ মৎস্যচাষী আবুল হোসেন জানান, পুকুরটিতে বর্তমান মৌসুমে রুই, কাতলা, মৃগেল, ব্রীগেট, পবা, শিং সহ বিভন্ন প্রজাতির মাছ চাষ করেছিলাম। প্রতিটি মাছের ওজন হয়েছিল ১/২ কেজি। আর সপ্তাহখানেক পরেই পুকুর থেকে মাছগুলো উত্তোলন করে বাজারে বিক্রয় করতাম। কিন্তু কে বা কাহারা শত্রুতা পূর্বক রাতের অন্ধকারে আমার পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে। এতে প্রায় ৪লক্ষ টাকার ক্ষতি সাধন হয়।এ বিষয়ে নন্দীগ্রাম থানায় অভিযোগ করা হয়েছে।