শাজাহানপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার শাজাহানপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
গতকাল বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে মাঝিরা বন্দর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুল ইসলাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ অর্থ বিষয়ক সম্পাদক রূপম চৌধুরী।এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মমিন, সিনিয়র সহ-সভাপতি হাসান আলী আকন্দ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক টোটন, যুগ্ম সম্পাদক নুরুন্নবী, স্বেচ্ছাসেবক দল নেতা রাজু, আতিক, রবিউল, আপেল, জাহিদ,সেলিম রানা টিপু সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল সবসময় গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।