রাণীনগরে বিবাদমান জমি নিয়ে দু-পক্ষের মারামারি: তিনজন আহত

নওগাঁর রাণীনগরে বিবাদমান জমিতে ধান রোপণকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে মারামারির ঘটনায় উভয় পক্ষের তিনজন আহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে রাণীনগর থানায়। ঘটনাটি ঘটেছে উপজেলার গুয়াতা গ্রামে।
আহতরা হলেন, রেশমা বিবি (৪০) ও তার ছেলে রিমন হোসেন (১৭) এবং প্রতিপক্ষ সামসুজ্জামান সামু (৭০)। আহতদের মধ্যে সামসুজ্জামান সামু ও রিমন হোসেন চিকিৎসা শেষে নিজ বাড়িতে ফিরেছে। তবে রেশমা বিবি বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।
রেশমা বিবি ও তার ছেলে রিমন জানান, তার স্বামী আব্দুস সালাম একজন মানসিক প্রতিবন্ধী। তার নামে গুয়াতা মৌজায় প্রায় ৮ শতাংশ জমি রয়েছে। ২০২৪ সালে এলাকার প্রভাবশালী ব্যক্তি ছামছুজ্জামান কৌশলে মাত্র ২ লাখ ৫০ হাজার টাকায় নিজের নামে রেজিস্ট্রি করে নেন, যদিও জমিটির প্রকৃত বাজারমূল্য প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকা। পরবর্তীতে ছামছুজ্জামান জমিটি আরেক ব্যক্তি রিপনের কাছে হস্তান্তর করে। এতে প্রতারিত হয়ে আমরা আদালতে একটি মামলা দায়ের করি। এছাড়াও জমি উদ্ধারের জন্য ২০২৪ সালের নভেম্বরে নওগাঁ সেনা ক্যাম্পে একটি লিখিত অভিযোগও করেছি।
সম্প্রতি গত ১৬ আগস্ট সকালে ছামছুজ্জামান ও তার সহযোগী এনামুল হক জোরপূর্বক ওই জমিতে ধান রোপণের চেষ্টা করে। এ সময় বাধা দিলে ছামছুজ্জামান আমার চুল ধরে মাটিতে ফেলে দেয়। এ সময় তার সহযোগী এনামুল সহ কয়েকজন এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এক পর্যায় ছামছুজ্জামানের হাতে থাকা লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করলে রক্তাক্ত জখমের শিকার হই। মাকে বাঁচাতে এগিয়ে গেলে ছেলে রিমনকেও মারধর করে, এতে তার শরীরের বিভিন্ন স্থানে সিলাফোলা ও রক্তাক্ত জখম হয়।
তাদের চিৎকার শুনে স্থানীয়রা মা–ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়।
অপরদিকে ছামছুজ্জামান সামু বলেন, রেশমার স্বামী আব্দুস সালাম আমার কাছে তার জমি বিক্রি করেছে। সেই জমি আমি দামুয়া গ্রামের রিপনের নিকট বিক্রি করেছি। রিপন আমাকে ওই জমিটি চাষাবাদের জন্য বর্গা দিয়েছে। সেই জমিতে আমি ধান রোপণ করতে গেলে সালামের বউ রেশমা ও ছেলে রিমন আমাকে বাধা দিয়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে আমার মাথা ফাটিয়ে দেয়। এবং আমার একটি হাতও গুরুত্বর জখম হয়। এব্যাপারে জমির বর্তমান মালিক রিপন ও আমি থানায় একটি অভিযোগ করেছি।
এব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান বলেন, বিবাদমান জমি নিয়ে মারপিটের ঘটনায় উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে দোষীদের আইনের আওতায় আনা হবে।