কাহালুতে একসাথে ৩ ছেলে সন্তানের জন্ম দিলেন রহিমা খাতুন নামে প্রসূতি মা

বগুড়ার কাহালুর ভালশুন দক্ষিণপাড়া গ্রামে নিজ বাড়ীতে নরমালি ভাবে একসাথে ৩ ছেলে সন্তানের জন্ম দিলেন রহিমা খাতুন (২২) নামে প্রসূতি মা। প্রতিনিধিঃ
বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের ভালশুন দক্ষিণপাড়া গ্রামে নিজ বাড়ীতে নরমালি ভাবে একসাথে ৩ ছেলে সন্তানের জন্ম দিলেন রহিমা খাতুন (২২) নামে প্রসূতি মা। ৩ সন্তান ও মা রহিমা খাতুন সুস্থ রয়েছেন।
জানা যায়, রহিমা খাতুনের স্বামী শরিফুল ইসলাম আর্থিক ভাবে একজন দরিদ্র। সে অটোভ্যান চালায় ও মানুষের বাড়ীতে কৃষি কাজ করে সংসার চালান। তার স্ত্রী রহিমা খাতুন এ প্রথম গর্ভবতী হন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে রহিমা খাতুনের প্রসব ব্যথা উঠলে গ্রামের ধাত্রীর সহায়তায় পরপর ৩ ছেলে সন্তান সুস্থ ভাবে জন্ম গ্রহন করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে লোকজন বাচ্ছাদের দেখার জন্য শরিফুল ইসলামের বাড়ীতে যান। দরিদ্র পরিবারের পক্ষে বাচ্ছাদের ভরণ পেষণ করতে পারবে ?
সংশ্লিষ্ট সংবাদ: কাহালু
১৩ মে, ২০১৯
১৬ মে, ২০১৯