নন্দীগ্রামে জুলাই যোদ্ধা ফারুক হোসেনের গাল থেকে গুলি অপসারণ
.jpg)
জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করা বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বেলঘড়িয়া গ্রামের আমির হোসনের ছেলে ফারুক হোসেনের গাল থেকে অস্ত্রোপচারের মাধ্যমে গুলি (পিলেট) অপসারণ করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (বিজরুল) আবাসিক মেডিকেল অফিসার ডা: ইকবাল মাহমুদ লিটন অস্ত্রোপচারের মাধ্যমে ফারুক হোসেনের গাল থেকে গুলি (পিলেট) অপসারণ করেন।
উল্লেখ্য, গতবছর ৪ আগস্ট ফারুক হোসেন বগুড়ার সাতমাথায় গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে গুলিবিদ্ধ হন। সে নন্দীগ্রামে পলাশ টেইলার্সে দর্জির কাজ করে। এ বিষয়ে ডা: ইকবাল মাহমুদ লিটন বলেন, ফারুক হোসেন গালে ব্যথা অনুভব করছিল। পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ার পর অস্ত্রোপচার করে তার গাল থেকে পিলেট বের করা হয়েছে। এখন সে সুস্থ আছে। ফারুক হোসেন বলেন, গতবছর ৪ আগস্ট আমি বগুড়ার সাতমাথায় গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করি। ওই মিছিলে পুলিশের ছোঁড়া গুলি আমার গালে লাগে। তখন চিকিৎসা করিয়ে সুস্থ হই। গুলি গালে থাকার কারণে মাঝে মধ্যেই খুব ব্যথা করতো। গতকাল অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে। এখন আমি ভালো আছি।