বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
.jpg)
রবিবার ২৪ আগস্ট ২০২৫ রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন, পার্বতীপুর, দিনাজপুর এর আয়োজনে বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশনের সংগ্রামী যুগ্ম সম্পাদক জননন্দিত শ্রমিক নেতা জনাব এস এম আসলাম ভাইকে ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলায় গ্রেফতারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে ট্যাংকলরির কেন্দ্রীয় কার্যালয়ের কাছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন এর সভাপতি জনাব মো: আতাউর রহমান (আতু), সাধারণত সম্পাদক মো: আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মনজুরুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক মো: রফিকুল ইসলাম, সড়ক সম্পাদক শ্রী রামুরাই চুলাই, প্রচার সম্পাদক মো: মামুনুর রশিদ, শিক্ষা ও সমাজ কল্যান সম্পাদক মো: মাজেদুল হক,কার্যকরী সদস্য মো: মশিউর রহমান সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ উনার মুক্তির দাবীতে আলোকপাত করেন। রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মো: আতাউর রহমান (আতু) উনার রিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার সহ নি:শর্ত মুক্তি কামনা করেন এবং পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে প্রতিবাদ সভার সমাপ্তি ঘোষণা করেন।