সৈয়দপুরে খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ফজলার রহমান ইন্তেকাল করেছেন

নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নে অবস্থিত খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ফজলার রহমান প্রামানিক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের অচিনারডাঙ্গা এলাকার নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙক্ষী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
গতকাল বুধবার রাত জোহর উপজেলার চওড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে বিভিন্নস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ¦ মো. আব্দুল গফুর সরকার, জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা মো. আব্দুল মুনতাকিম, সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সভাপতি ও হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলাম, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব, আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. শফিয়ার রহমান সরকার , অধ্যক্ষ মো. মশিউর রহমান, কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. আব্দুল্লাহ্ সরকার, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. জামাল উদ্দিন শাহ্, চওড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল হক, আল-হুদা একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান মো. লানচু হাসান চৌধুরী, খাতামধুপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুদ রানা বাবু (পালইট), সাবেক চেয়ারম্যান মো. জুয়েল চৌধুরী, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক শওকত হায়াত শাহ্, সমাজসেবক আলহাজ¦ মো. আবুল বাশার সরকার প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।