নন্দীগ্রাম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি এখন মরণ ফাঁদ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি নানা সমস্যায় জর্জরিত হওয়ার কারণে মরণ ফাঁদে পরিনিত হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি সেবার একদম অযোগ্য হয়ে পড়েছে। ভবনটি অত্যান্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবনটিতে আর মিলছে কোন রকমের চিকিৎসা সেবা। তবে খোঁজ নিয়ে জানা যায় ভবনটি অত্যান্ত ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে উক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটির কত্যর্বরত চিকিৎসকরা নন্দীগ্রাম ২০শষ্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন। পরিবার কল্যাণ কেন্দ্রের ভবনটি অত্যান্ত ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় পুরো ভবনটি এখন যেন সবুজ ঘাসের চাঁদরে ঢাঁকা পড়েছে। জানা যায় উক্ত পরিবার কল্যান কেন্দ্রটি ১৯৮০ সালে নির্মাণ করা হয়, সেই থেকে এ পর্যন্ত কয়েকবার সংস্কার করা হলেও দীর্ঘদিন অতিবাহিত হওয়ার কারণে দেওয়াল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, ফলে দেওয়াল ও মেঝেতে বড় রকমের ফাঁটল দেখা দিয়েছে। ছাঁদ থেকে প্লাষ্টার খুলে খুলে পড়ছে, মেঝে ফেটে চৌচির যে কোন মুহুর্তে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। কর্তৃপক্ষকে বিষয়টি বার বার জানালেও শুধু মাপজোক করে নিয়ে যাওয়া হলেও আজো কোন বরাদ্দ দেওয়া হয়নি এই পরিবার কল্যাণ কেন্দ্রটিতে। এরকম একটা ঝুঁকিপ‚র্ণ ভবনের নিচে বছরের পর বছর অফিস করলেও দেখার কেউ নাই। এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম ফারুকের সাথে কথা বললে তিনি জানান, ভবনটি অত্যান্ত ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে নন্দীগ্রাম ২০শষ্যা হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ভবনটি (ওপিতে) অনুমদনের অপেক্ষায় রয়েছে।