পার্বতীপুরের বড়পুকুরিয়া কোল মাইন অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন
দিনাজপুর জেলার পার্বতীপুরের বড়পুকুরিয়া কোল মাইন অফিসার্স এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন সুশৃঙ্খল ও শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে এসোসিয়েশনের সভাপতি পদে মোঃ কামরুল হাসান ও সাধারণ সম্পাদক পদে মোঃ শাফায়েত আলী মিয়া নির্বাচিত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বড়পুকুরিয়া কোল মাইন অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের ৭ম দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়।
জানা গেছে,বুধবার দিনব্যাপী কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কোল মাইন অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে বিভিন্ন পদে ২১ জন প্রার্থী অংশ নেয়। ভোটার সংখ্যা ছিল ১৫১জন। এর মধ্যে এসোসিয়েশনের দুটি মূল পদে অথাৎ সভাপতি পদে মোঃ কামরুল হাসান, উপ-মহাব্যবস্থাপক (পে-রোল এন্ড বিল) ও সাধারণ সম্পাদক পদে মোঃ শাফায়েত আলী মিয়া,ব্যবস্থাপক (ডিএলও) নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু তালেব ফরাজী এবং কোম্পানির মহাব্যবস্থাপকবৃন্দ বিজয়ী প্রার্থীদেরকে অভিনন্দন ও বিজেতাদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির বোর্ড সচিব এ কে এম রজিবুল আলম। এসোসিয়েশনের শত ভাগ সদস্য এই নির্বাচনে ভোট প্রদান করেন।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ