ঘোড়াঘাটে বাড়ির লোকজনকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, ৩টি মোবাইল চুরি, মোবাইল সহ ২ চোর আটক
দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ির লোকজনকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, ৩টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যা–ওয়া ফোন সহ ২ চোরকে আটক করা হয়েছে। জানা যায়, গত সোমবার দিবাগত রাতে ঘোড়াঘাট পৌর চকবামুনিয়া বিশ্বনাথপুর গ্রামে মৃত শিহাব উদ্দিনের ছেলে সাকিব হোসেনের বাড়িতে ঘুমন্ত থাকা লোকজনকে অজ্ঞান পাটিরা ¯েপ্র করে। ওই সময় বাড়ির লোকজন ঘুমিয়ে পড়লে অজ্ঞান পাটিরা তার বাড়ি ভেতরে প্রবেশ করে তার বাড়িতে আলমারীতে থাকা দেড় ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫০ হাজার টাকা ও ১টি স্মার্ট ফোন সহ ২টি বাটন ফোন মোবাইল চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে সাকিবের মা ছালেহা বেওয়া ঘোড়াঘাট থানায় অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে ঘোড়াঘাট থানার পুলিশ নবাবগঞ্জ থানা, হাকিমপুর থানা, গোবিন্দগঞ্জ থানা ও পলাশবাড়ী থানায় এ চুরির ব্যাপারে মেসেজ দিয়ে অবগত করে। এর এক পর্যায়ে সাকিবের বাড়ি থেকে চুরি করে নিয়ে যাওয়া স্মার্ট মোবাইল ফোনের লক খোলার জন্য ২ চোর গত বুধবার নবাবগঞ্জ থানার বাজারে মেকারের দোকানে যায়। ওই সময় নবাবগঞ্জ থানার পুলিশ ওই মেকারের দোকানে তার ব্যক্তিগত কাজ করতে গিয়ে ওই মোবাইলের ব্যাপারে সন্দেহ হলে মোবাইল ফোন সহ ২ চোরকে হাতে-নাতে আটক করে ঘোড়াঘাট থানায় মেসেজ দেয়। ওই মেসেজ পেয়ে ঘোড়াঘাট থানার পুলিশ সাকিবের মাকে অবগত করলে সাকিবের মা নবাবগঞ্জ থানায় গিয়ে তার মোবাইল ফোনটি বলে শনাক্ত করে। নবাবগঞ্জ থানার পুলিশ ২ চোরকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করে। এ ব্যাপারে ঘোড়াঘাট থানার পুলিশ ওই ২ চোরকে ঘোড়াঘাট থানায় আনার জন্য দিনাজপুর আদালতে প্রেয়ার দিয়েছে।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি