নন্দীগ্রামে ব্লাড ডোনার ক্লাবের উদ্যােগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত
বগুড়ার নন্দীগ্রামে মানবতার সেবায় “নন্দীগ্রাম ব্লাড ডোনার ক্লাব”-এর উদ্যোগে এবং গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের আয়োজনে একদিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে শিবিরের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনসুর হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রহমান তোতা, নন্দীগ্রাম ব্লাড ডোনার ক্লাবের উপদেষ্টা ও উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, উপদেষ্টা প্রভাষক আব্দুর রউফ উজ্জল, ক্লাবের সভাপতি শাহীন আলম সাজু, সাধারণ সম্পাদক মাসুদ রানা, প্রতিষ্ঠাতা সভাপতি শিবলু রহমান শুভ, সহকারী অধ্যাপক আব্দুল লতিফ, মিন্টু নন্দী, মাহাবুর রহমান, কলেজ জামে মসজিদের পেশ ইমাম মুশফিকুর রহমান, ক্যাম্প অর্গানাইজার সাব্বির হাসান, এবং ক্লাবের সদস্য আল আমিন, মুন্না, শিহাব প্রমুখ। উল্লেখ্য, উক্ত চক্ষু শিবিরে শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. আশরাফুল হক। চিকিৎসা কার্যক্রমে হাসপাতালের অন্যান্য মেডিকেল কর্মকর্তা ও স্টাফবৃন্দও অংশ নেন। দিনব্যাপী এই ক্যাম্পে স্থানীয় মানুষ বিনামূল্যে চোখ পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন। নন্দীগ্রাম ব্লাড ডোনার ক্লাবের নেতৃবৃন্দ জানান, “মানবতার কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরণের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধিঃ