সান্তাহারে গীতা শিক্ষা ভক্তিবেদান্ত নিকেতনের উদ্বোধন
বগুড়ার আদমদীঘির সান্তাহার রাধা মাধব মন্দিরে সনাতনী শিশুদের গীতার শিক্ষাদানের লক্ষ্যে ভক্তি বেদান্ত নিকেতন (গীতা শিক্ষা) স্কুলের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৫ টায় মন্দিরে শিশু শিক্ষার্থীদের হাতে গীতা বই তুলে দিয়ে মন্দির ভিক্তিক গীতা শিক্ষা স্কুলের উদ্বোধন করেন, আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা। গীতা শিক্ষা স্কুলের শিক্ষক ইসকন প্রভু সংকীর্তন প্রিয় দাস সমরের পরিচালনায় এবং রাধামাধব মন্দির কমিটির সভাপতি প্রদীপ কুমার সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, রাধামাধব মন্দির কমিটির সাধারণ সম্পাদক উত্তম ভৌমিক, কোষাধক্ষ রবি রায়, রাধামাধব কমিটির নেতা রাজ কুমার সাহা মিন্টু, পুলক সাহা মিঠু। এই গীতা শিক্ষা স্কুলে প্রতি শুক্রবার বিকেল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত শিশু শিক্ষার্থীদের গীতা শিক্ষা দেয়া হবে বলে কৃর্তপক্ষ জানান।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ