শাজাহানপুরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
বগুড়ার শাজাহানপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।
শুক্রবার সকালে উপজেলা বিএনপি নানা কর্মসূচির আয়োজন করেন। উপজেলা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে বর্ণাঢ্য র্যালি কার্যালয় থেকে শুরু হয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ শেষে মাঝিরা বন্দরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মণ্ডলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার,সাংগঠনিক সম্পাদক আবু শাহীন সানি।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মঞ্জুরুল কাদের মন্টু,মোজাফফর চেয়ারম্যান, ইদ্রিস আলী সাকিদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজু, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান,রেজাউল করিম রেজা, ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবনেতা বেলাল হোসেন বাবু, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন,সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন,বিএনপি নেতা বাদশা আলম,দেলোয়ার,রফিকুল ইসলাম,কাজল,আজাদ,শফিকুল ইসলাম,মোশাররফ হোসেন, মহিলা দলের সভানেত্রী কহিনুর আক্তার সহ নয়টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ