সৈয়দপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
সারাদেশের মতো গতকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নীলফামারীর সৈয়দপুরে রাজনৈতিক জেলা বিএনপির ও এর সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে গৃহিত দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দিনব্যাপী শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ভাষন প্রচার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বিকেলে দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল, বর্ণাঢ্য র্যালি ও দলীয় কার্যালয়ের সামনে দিবসের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী- ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকার।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহীন আকতার শাহীন, সহ সভাপতি এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, জিয়াউল হক জিয়া, ৭ই নভেম্বর উদযাপন কমিটির আহবায়ক শফিকুল ইসলাম জনি, জেলা বিএনপির সহ সভাপতি বজলার রহমান, কাজী একরামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক ও এম এ পারভেজ লিটন, বিএনপির অন্যতম নেতা সহকারী অধ্যাপক শওকত হায়াত শাহ, উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান ও সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, সৈয়দপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. রশিদুল হক সরকার ও সাধারণ সম্পাদক শেখ বাবলু, যুগ্ম সম্পাদক মো. ওসমান, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, পৌর যুবদলের আহবায়ক সালাম রেজা, সদস্য সচিব কামরান উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান প্রমুখ।
অনুষ্ঠানে সৈয়দপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও কিশোরগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল, মৎস্যজীবি দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে দিবসটি উপলক্ষে বের করা হয় একটি বর্ণাঢ্য র্যালি। জাতীয় ও দলীয় পতাকা প্রদর্শনের মাধ্যমে শহীদ জিয়ার প্রতিকৃতিসহ নানা রঙের ব্যানার ও দলীয় পোস্টার নিয়ে বিএনপি ছাড়াও দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন। র্যালিটি শহরের প্রধান প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: