সৈয়দপুরে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আজ ৮ নভেম্বর (শনিবার) গণপ্রকৌশল দিবস- ২০২৫ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও এক আলোচনা সভার আয়োজন করা হয়। শহরের সাহেবপাড়াস্থ বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কার্যালয়ে বেলা সাড়ে এগারটায় ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“দক্ষ জনশক্তি- দেশ গঠনের মূল শক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহদি ইমাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ¦ মো. আব্দুল গফুর সরকার, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক সহকারী অধ্যাপক শওকত হায়াত শাহ, পৌর জামায়াতে ইসলামীর আমির মো. শরফুদ্দিন খান, আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার উপদেষ্টা প্রকৌশলী মো. আজিজুল ইসলাম কমল ও সহ-সভাপতি প্রকৌশলী মো. শহিদুল ইসলাম।
আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোনায়মুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মোমিনুল ইসলাম জুয়েল।
এর আগে আলোচনা সভার শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। আর পুরো আলোচনা সভাটি সঞ্চালনা করেন আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মোমিনুল ইসলাম জুয়েল।
আলেচনা সভা শেষে প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহদি ইমাম শান্তির প্রতীক কবুতর উড়িয়ে বর্ণাঢ্য র্যালির শুভ উদ্বোধন করেন। র্যালিটি বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কার্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়। পরে র্যালিটি শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের সৈয়দপুর প্রেস ক্লাব পর্যন্ত গিয়ে পুনরায় রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে রেলওয়ে, গণপূর্ত, নেসকো, পাউবো, এলজিইডি, বিমান, সওজ, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগে কর্মরত ও অবসরপ্রাপ্ত বিপুল সংখ্যক ডিপ্লোমা প্রকৌশলীরা অংশ নেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: