শাজাহানপুরে জাতীয়তাবাদী সমবায় দলের কর্মী সম্মেলন
বগুড়ার শাজাহানপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের উপজেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫টায় আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ে এ কর্মী সম্মেলনে অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় দলের সভাপতি নুরুন্নবী নবী'র সভাপতিত্বে সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা সমবায় দলের আহ্বায়ক এম এ মান্নান।প্রধান বক্তা ছিলেন জেলা সমবায় দলের সদস্য সচিব ইব্রাহিম হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহীন সানি, উপজেলা ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, জেলা সমবায় দলের যুগ্ম আহ্বায়ক শাহানা ইউসুফ রশি, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সদস্য সচিব মাসুদ রানা, আড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুল ওহিদ মুরাদ, উপজেলা সমবায় দলের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন,দপ্তর সম্পাদক জাহিদ হাসান সহ উপজেলা সমবায় দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে আড়িয়া, আমরুল, মাঝিড়া, আশেকপুর ও খরনা ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ