কাহালুতে মহিলাদলের পরিচিতি সভা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত
গতকাল রোববার বিকেলে বগুড়ার কাহালু উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা মহিলাদলের পরিচিতি সভা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভা ও মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা মহিলাদলের সভাপতি ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতা আরজু কবিতা।
উক্ত পরিচিতি সভা ও মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ রহিমা খাতুন মেরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা মহিলাদলের সহ-সাধারণ সম্পাদক এইচ এম মুক্তা, কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মুরইল ইউ পি চেয়ারম্যান আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ শাহাবুদ্দিন, বগুড়া শহর মহিলাদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরা খান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক রোকশানা বেগম, সাংগঠনিক সম্পাদক বদরুন নাহার খুকি, পৌর মহিলাদলের সভাপতি মোমেনা বেগম, সাধারণ সম্পাদক মরিয়ম বেগম, সাংগঠনিক সম্পাদক মমতাজ বেগম, মহিলাদলনেতা রশিদা আকতার বাবলী, শিল্পী সহ মহিলাদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ