নন্দীগ্রামে হাজারের অধিক মোটরসাইকেল নিয়ে মোশারফ হোসেনের বাইক শোডাউন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-০৪ আসন থেকে ধানের শীষে মনোনয়ন পাওয়ার পরপরই নির্বাচনী যুদ্ধে নতুন গতি নিয়ে এগিয়ে যাচ্ছেন বগুড়া-০৪ আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী ও সাবেক এমপি মোশারফ হোসেন। গতকাল নন্দীগ্রামে ১নং বুড়ইল ইউনিয়ন ও ৫নং ভাটগ্রাম ইউনিয়নে প্রায় এক হাজারের অধিক মোটরসাইকেল নিয়ে শোডাউনে বের হন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। এ সময় গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হাজারের অধিক মোটরসাইকেলের উপস্থিতি লক্ষ্য করা যায়। এদিন সকাল থেকে বিকাল পর্যন্ত চলে নির্বাচনী প্রচারণা।
প্রচারণায় অংশগ্রহণকারী যুবকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনেকেই মোটরসাইকেল নিয়ে স্লোগান দিয়ে প্রচারণায় অংশ নেন, প্রচারণা শেষে মোশারফ হোসেন ৫নং ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল হাই স্কুল মাঠে বক্তব্য রাখেন, বক্তব্যে তিনি বলেন, "আজকের শোভাযাত্রা আমাদের আন্দোলনের শক্তি ও ঐক্যের প্রতীক। নন্দীগ্রামের জনগণের সমর্থন ও ভালোবাসাই আমাদের বিজয়ের পথ সু

নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধিঃ