সৈয়দপুরে জেন্ডার সমতা ও বৈষম্য নিরসনে মক ভোটিং সচেতনতা কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত
নীলফামারীর সৈয়দপুর জেন্ডার সমতা অর্জন ও সমাজে বিরাজমান বৈষম্য নিরসনে মক ভোটিং সচেতনতা কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার(১১ নভেম্বর) উপজেলার চার নম্বর বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) হল রুমে নাগরিক প্লাটফর্মের উদ্যোগে ওই মক ভোটিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা-ফেসিং নাগরিকতা : সিভিক এনগেজমেন্ট ফান্ড শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোতলাগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো.
মনিরুজ্জামান জুন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোড়ারহাট সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোজাম্মেল হোসাইন, সিনিয়র শিক্ষক সামছুল আলম চৌধুরী, এপিএন২৪ টিভির চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম সরকার, বোতলাগাড়ী ইউনিয়নের সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য মোছা. রুমানা সরকার। সভাপতিত্ব করেন নাগরিক প্ল্যাটফর্মের সদস্য তরুলতা রায়।
অনুষ্ঠানে বক্তারা সমাজে জেন্ডার সমতার গুরুত্ব, নাগরিকের অধিকার ও দায়িত্ব এবং বৈষম্য নিরসনে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এছাড়াও মক ভোটিং কর্মসূচির মাধ্যমে স্থানীয় ভোটারদের অংশগ্রহণে উৎসাহিত করা হয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। পুরুষ ও নারী প্রাথী ৪ জনের মধ্যে দুই জন প্রার্থী বিজয়ী হয়। এতে আব্দুল হালিম ২২ ভোট পেয়ে এবং হিমু আক্তার ১৯ ভোট পেয়ে বিজয় হয়েছেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: